আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দল প্রথম দ্বিজাতি ওয়ানডে সিরিজ খেলতে পারে আগামী মাসে। ঢাকাতেই। এমন খবরই জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। কয়টি ম্যাচ খেলা হবে সে বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে এসিবির কথা চূড়ান্ত হয়নি। তবে আগামী মাসে ঈদের ছুটির (১১-১২) পর এই সিরিজ হতে পারে।
"আগামী সিরিজ খেলার বিষয়ে বিসিবির সাথে আমাদের কথা চলছে। তবে এখনো কোনো সম্মতিপত্রে সাক্ষর করিনি।" এসিবির মিডিয়া ম্যানেজার আজিজ ঘারওয়াল বলেছেন, "এখনো ম্যাচগুলোর তারিখ ঠিক হয়নি। আমাদের ওয়েবসাইটে শিগগিরই তা জানানো হবে।"
ইংল্যান্ড ক্রিকেট দল ২ টেস্ট ও ৩ ওয়ানডে সিরিজ খেলতে ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসবে। ৭ অক্টোবর শুরু খেলা। তার আগে টাইগারদের জন্য একটি সিরিজ আয়োজন করতে চায় বিসিবি। জানা গেছে, আরেকটি দলের সাথেও কথা হচ্ছে বিসিবির। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, "আমরা তাদের সাথে কথা বলছি কিন্তু এখনো কিছু নিশ্চিত করে বলার সময় আসেনি।"
আফগানিস্তানের সাথে সিরিজটা হলে ২০১৫ সালের পর প্রথম ওয়ানডে খেলবে মাশরাফি বিন মর্তুজার দল। উল্লেখিত সময়ের পর তারা কেবল টি-টিয়োন্টি ম্যাচই খেলেছে। শেষ খেলেছে গত মাচে। টি-টোয়েন্টি বিশ্বকাপে। এর আগে আফগানিস্তানের সাথে দুটি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। ২০১৪ এশিয়া কাপে ফতুল্লায় আফগানরা ৩২ রানে জিতেছিল। ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশ জিতেছিল ১০৫ রানে। একটি মাত্র টি-টোয়েন্টি হয়েছে দুই দলের মাঝে। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে মিরপুরের সেই ম্যাচ বাংলাদেশ জিতেছিল ৯ উইকেটে।
No comments:
Post a Comment