Saturday, 27 August 2016

ইউরোপের বর্ষসেরা ক্রিশ্চিয়ানো রোনালদো

স্পোর্টস ডেস্ক : ইউরোপের বর্ষসেরা ফুটবলারের পুরস্কারে ভূষিত হয়েছেন পর্তুগাল ও রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগালকে ইউরো চ্যাম্পিয়ন এবং রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন লিগের শিরোপা এনে দিয়ে দ্বিতীয়বারের মতো এ পুরস্কার নিজের করে নিলেন সিআর সেভেন।
৩১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো ক্লাব সতীর্থ গ্যারেথ বেল এবং অ্যাটলেটিকো মাদ্রিদ তারকা অ্যান্তোনি গ্রিজম্যানকে পেছনে ফেলে এ পুরস্কার জিতে নেন।
গত মে মাসে চ্যাম্পিয়ন লিগের ফাইনালে অ্যাটলেটিকোর বিরুদ্ধে পেনাল্টি শ্যুটআউটে জয়সূচক গোলটি করেছিলেন তিনি।
এছাড়া ইউরোর সর্বশেষ আসরে ক্রিশ্চিয়ানোর রোনালদোর অনবদ্য পারফরমেন্সে প্রথমবারের মতো ইউরো-সেরার মুকুট জয় করে পর্তুগাল।
এর আগে ২০১৪ সালে ইউরোপের বর্ষসেরা ফুটবলারের পুরস্কারে ভূষিত হয়েছিলেন সিআর সেভেন।

No comments:

Post a Comment

ইংলিশে কথা বলা শেখার জন্য ৩৩১টি গুরুত্বপূর্ণ ইংলিশ শব্দ

কিছু ভিন্ন ধরনের শব্দার্থ দেওয়া হল যা কথোপকথনে বহুল ব্যবহৃত হয়। এছাড়া বিভিন্ন শব্দের অর্থ জানা থাকলে নিজেও বাক্য তৈরি করে কথা চালিয়ে যাও...