Thursday, 25 August 2016

পবিত্র ঈদ উপলক্ষে যাত্রীদের জন্য নৌপথে বিশেষ সার্ভিস

আগামী ৮ সেপ্টেম্বর থেকে দক্ষিণের ঘরমুখো যাত্রীদের জন্য নৌপথে বিশেষ সার্ভিস শুরু হবে। ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রীয় সংস্থা বিআইডব্লিউটিসি এবং বেসরকারি লঞ্চ প্রতিষ্ঠানগুলো একই দিনে বিশেষ সার্ভিস শুরু করবে। ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের ২৮ রুটের যাত্রীদের প্রধান ভরসা হচ্ছে বেসরকারি লঞ্চ সার্ভিস।

প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী ঈদের আগে ঢাকা থেকে ৮ থেকে ১১ সেপ্টেম্বর এবং ঈদের পর ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ২৮ রুটে বিশেষ সার্ভিসে লঞ্চ চলাচল করবে। ২ সেপ্টেম্বর সভা করে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন লঞ্চ মালিকদের সংগঠন অভ্যন্তরীণ নৌ চলাচল ও যাত্রী পরিবহন সংস্থার সাধারণ সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান পাটওয়ারী।

তিনি বলেন, ঢাকা-বরিশাল নৌরুটে ১৭টি লঞ্চ চলবে। কমপক্ষে ১৪টি লঞ্চ ঈদের আগে ঢাকা থেকে এবং ঈদের পরে বরিশাল থেকে বিপরীত গন্তব্যে ছেড়ে যাবে। এদিকে লঞ্চের বিশেষ সার্ভিসের আগাম টিকিট দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ঢাকা-বরিশাল রুটের লঞ্চ কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপক (বাণিজ্য) নুরুল আলম আকন বলেন, ঢাকা-চাঁদপুর-বরিশাল-ঝালকাঠি-হুলারহাট মোরেলগঞ্জ রুটে বিশেষ সার্ভিসে সংস্থার ৫টি জাহাজ যথাক্রমে পিএস টার্ন, পিএস অস্ট্রিচ, লেপচা, মধুমতি এবং বাঙালি যাত্রী পরিবহন করবে।

No comments:

Post a Comment

ইংলিশে কথা বলা শেখার জন্য ৩৩১টি গুরুত্বপূর্ণ ইংলিশ শব্দ

কিছু ভিন্ন ধরনের শব্দার্থ দেওয়া হল যা কথোপকথনে বহুল ব্যবহৃত হয়। এছাড়া বিভিন্ন শব্দের অর্থ জানা থাকলে নিজেও বাক্য তৈরি করে কথা চালিয়ে যাও...